মিরপুরে আরও একবার জাদু দেখালেন তাইজুল ইসলাম। ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ডকে। তবে এই বোলিং তাকে এনে দিয়েছে এক রেকর্ড, সাকিবের রেকর্ড কেড়ে নিয়েছেন তিনি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। আজ মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ২ উইকেট তুলে নেন। বিরতি শেষে আরও একটি উইকেট শিকার করেন। আর তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার।
বাংলাদেশের হয়ে এখন ইতিহাসের সর্বোচ্চ উইকেট তাইজুল ইসলামের। তার সঙ্গী হিসেবে আছেন সাকিব আল হাসান। দুজনেরই উইকেট সংখ্যা এখন ২৪৬।
তবে তাইজুল একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন। সেটা হচ্ছে ম্যাচ সংখ্যায়। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ ম্যাচে। তাইজুল মাত্র ৫৭ টেস্টেই ভাগ বসিয়েছেন তার রেকর্ডে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ২৪৬। তিনি সাকিবকে ছুঁয়ে ফেলেন তাতে।
৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.