ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিতে ২৬৫ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। আইরিশদের ফলো-অনে পাঠানোর সুযোগ থাকলেও তা করেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (২১ নভেম্বর) লোরকান টাকার ১১ ও স্টিফেন ডোহানি ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। প্রথম সেশন বেশ ভালো ব্যাটিং করেন তারা। ৮১ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১৭৫ রানে ৭৭ বলে ৪৬ রান করে আউট হন ডোহানি। তার বিদায়ের পর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ডি বালবির্নি।
এরপর জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টাকার। ৭৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন টাকার। তবে ৪৯ রানে সাজঘরে ফিরে যান নেইল।
টাকার একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট হারিয়ে ৮৮ ওভার ৩ বলে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৭১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার। বাংলাদেশের পক্ষে তাইজুল নেন ৪টি উইকেট। এছাড়া মুরাদ ও খালেদ নেন ২টি করে উইকেট।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.