
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নিযুক্ত ১৭ জন স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করেছে। শুক্রবার (তারিখ) বরখাস্তের এ ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, পরিবহন, ভেটেরানস অ্যাফেয়ার্স, গৃহায়ণ ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মহাপরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মহাপরিদর্শকদের বরখাস্ত করার ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘিত হয়েছে। কারণ, মার্কিন আইন অনুযায়ী কাউকে বরখাস্ত করতে হলে কংগ্রেসকে ৩০ দিন আগে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন সরকারি দপ্তরে মহাপরিদর্শক একটি স্বাধীন পদ। তারা অপচয়, জালিয়াতি এবং হয়রানির অভিযোগের বিষয়ে হিসাব-নিরীক্ষা, তদন্ত ও যাচাই-বাছাই করেন। প্রেসিডেন্ট বা সংশ্লিষ্ট সংস্থার প্রধান তাদের নিয়োগ দিয়ে থাকেন এবং তারাই তাদের বরখাস্ত করার ক্ষমতা রাখেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাদের বরখাস্তের তথ্য হোয়াইট হাউসের কর্মীবিষয়ক পরিচালকের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং এতে উল্লেখ করা হয়েছে যে বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.