মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিলেও বর্তমানে তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। সোমবার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন, চীন থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হতে পারে। তবে সর্বশেষ তিনি বলেছেন, আপাতত চীনের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হবে না। শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "চীনের ওপর আমাদের বড় ধরনের কর্তৃত্ব রয়েছে, আর সেটি হচ্ছে শুল্ক আরোপের ক্ষমতা। তারা চায় না আমরা শুল্ক বসাই, আমিও আপাতত চাই না। তবে এই ক্ষমতা আমাদের রয়েছে, যা চীনের ওপর বিশাল এক চাপ সৃষ্টি করছে।"
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য দূর করতে ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেন, "চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী।"
তিনি আরও বলেন, "বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না। এটি কারও স্বার্থের জন্যই ভালো নয়, বৈশ্বিক স্বার্থের জন্যও নয়।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.