ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, বন্যা পরিস্থিতি চলমান কফি সংগ্রহ মৌসুমেও বিঘ্ন ঘটাতে পারে বলে ব্যবসায়ীরা সতর্ক করেছেন।
এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার রাত থেকে মধ্য ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে ১,১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এই অঞ্চলটি দেশের অন্যতম প্রধান কফি উৎপাদন এলাকা। তবে এলাকা ঝড়-বন্যার প্রবণতার জন্যও পরিচিত।
সরকার জানায়, নিহতদের মধ্যে ছয়জন একটি বাসের যাত্রী ছিরেন। রোববার সন্ধ্যায় দা লাত থেকে না চ্যাং যাওয়ার পথে একটি ভূমিধসে তারা নিহত হন। আরও সাতজন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে তিনজন দা নাংয়ে একটি ভূমিধসের নিচে চাপা পড়েছেন।
প্রদেশভিত্তিক এক কফি ব্যবসায়ী বলেন, ‘ডাক লাক প্রদেশের নিচু এলাকাগুলোর কিছু কফি খামার এখন গভীর বন্যার পানিতে ডুবে আছে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.