কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে ছুটে যান গ্রামবাসী। গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। কে বা কারা ফেলে রেখে গেছে তাকে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে ছুটে যান তিনি। দৌড়ে গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। আনমনে কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.