ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। এই তালিকা দিয়েই সংসদ নির্বাচন হবে বলে জানায় ইসি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
এর আগে ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।
তিনি আরও জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.