হোয়াটসঅ্যাপ সম্প্রতি তার সর্বশেষ আইওএস (iOS) বিটা সংস্করণে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে নতুন একটি সিকিউরিটি ফিচার চালু করেছে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এক ক্লিকেই ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ সক্রিয় করতে পারবেন, যা হ্যাকিং, ফিশিং এবং অনলাইন জালিয়াতি থেকে অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে।
হোয়াটসঅ্যাপের রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি Privacy > Advanced সেকশনে পাওয়া যাবে। মোডটি চালু করার পর হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে কিছু নিরাপত্তা বিধি আরোপ করবে। এর মধ্যে রয়েছে অজানা নম্বর থেকে আসা মিডিয়া ও অ্যাটাচমেন্ট ব্লক করা, কেবল বিশ্বস্ত কনট্যাক্টের সঙ্গে কল ও মেসেজ আদান-প্রদান, এবং অ্যাকাউন্ট সেটিংস লক করা যাতে কেউ পরিবর্তন করতে না পারে।
এছাড়া, স্বয়ংক্রিয়ভাবে আরও কিছু সিকিউরিটি ফিচার সক্রিয় হবে। যেমন, অপরিচিত কল সাইলেন্ট করা, কেবল সেভ করা কনট্যাক্টকে গ্রুপ ইনভাইটেশন দেওয়া, লিঙ্ক প্রিভিউ বন্ধ করা, এনক্রিপশন কোড পরিবর্তন হলে অ্যালার্ট আসা, টু-স্টেপ ভেরিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া এবং অজানা নম্বরের কাছ থেকে প্রোফাইল তথ্য লুকানো।
যদিও মোডটি চালু করলে কল ও মেসেজের মানের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে, বিশেষজ্ঞরা মনে করেন, এটি সাংবাদিক, পেশাজীবী ও সেলিব্রিটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর। হোয়াটসঅ্যাপে এখনও ফিচারের লঞ্চ তারিখ ঘোষণা করেনি। এটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, তাই সমস্ত ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্পষ্টভাবে দেখিয়েছে যে কোম্পানিটি ইউজারের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তার দিকে আগের তুলনায় বেশি মনোযোগ দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা হ্যাকিং ও অনলাইন জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে পারেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.