লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির দুইটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে সীমান্ত নিরাপত্তা এবং মাদক প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান পুনরায় প্রমাণিত হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মালামাল তল্লাশিতে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
অপর এক অভিযানে, ১৪ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় দৈখাওয়া বিওপি’র আওতাধীন উত্তর গোতামারী এলাকায় (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) টহলদল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মালামাল তল্লাশিতে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১৪৬ বোতলের সিজার মূল্য ৫৮,৪০০ টাকা এবং ১০.৫ কেজি ভারতীয় গাঁজার সিজার মূল্য ৩৬,৭৫০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৫,১৫০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.