ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে শান্তি চুক্তির আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “জেলেনস্কি রাশিয়ার সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনায় আগ্রহী। যুদ্ধ বন্ধে তাদের আগ্রহ রয়েছে, কারণ দুই পক্ষই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনের প্রচুর সৈন্য হতাহত হয়েছে, একইসঙ্গে রাশিয়াও বিপুল সংখ্যক সৈন্য হারিয়েছে।”
তিনি আরও জানান, “রাশিয়া প্রায় ৮ লাখ সেনা হারিয়েছে, যা বিশাল এক সংখ্যা। আমি মনে করি, তারা এখন একটি সমাধান চায়।”
ট্রাম্প বলেন, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে এবং তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনার কথাও জানান।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, “চীনের ওপর রাশিয়ার ব্যাপক নির্ভরতা রয়েছে এবং বেইজিংয়ের প্রভাব রাশিয়ার ওপর অনেক বেশি।”
ট্রাম্পের এই মন্তব্য আসে একদিন পর, যখন তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য রাশিয়াকে ‘শিগগিরই সমাধানে আসার’ আহ্বান জানান। এর আগে বুধবার (২২ জানুয়ারি), নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, “যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবে।”
অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ট্রাম্প-পুতিনের মধ্যে ‘সম্মানজনক’ সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.