বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সিন্ডিকেটের ১১৭তম সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ কমিশন গঠন করা হয়।
গঠিত নির্বাচন কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন– অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্বের চর্চা আরও শক্তিশালী করবে।
এর আগে, ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট সভায় ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান অধ্যাপক মো. ফেরদৌস রহমান দায়িত্ব দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.