
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে "২হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবির, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার চিলমারী প্রতিনিধি বদরুদ্দোজা, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি এস এম রাফিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানাগেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এ সময় উপজেলার ২হাজার ৩শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.