পর্যটকের ভিড় বাড়ছে তেঁতুলিয়ায়, সকালবেলা সোনালি আভায় ঝলমল করছে বরফঢাকা শৃঙ্গ।
আজ বুধবার (৫ নভেম্বর) উত্তরবঙ্গের সীমান্ত জেলা পঞ্চগড়ে আবারও দেখা দিচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার আকাশ ও অনুকূল আবহাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ভোরবেলা থেকেই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন স্থানীয় মানুষ ও পর্যটকরা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকা, মহানন্দা নদীর তীর ও পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। সূর্যের প্রথম আলোয় পাহাড়ের চূড়াগুলো সোনালি আভায় ঝলমল করে ওঠায় সকালে দর্শনার্থীদের ভিড় জমছে সেখানে।
স্থানীয় বাসিন্দা খায়রুল বলেন,
“প্রায় এক বছর পর আবারও এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকালে সূর্য ওঠার সময়টা একেবারে জাদুর মতো লাগে।”
বাংলাদেশের একমাত্র স্থান পঞ্চগড় থেকেই খালি চোখে দেখা যায় হিমালয়ের এই শৃঙ্গ। সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, যখন আকাশ পরিষ্কার ও বৃষ্টিপাত কম থাকে, তখনই এই দৃশ্য দেখা যায়। এবছর নভেম্বরের শুরুতেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় আনন্দে মেতেছেন স্থানীয়রা।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়া, ধুলাবালির পরিমাণ হ্রাস ও হালকা শীতের আগমন— এসব কারণে দৃশ্যমানতা বেড়েছে। ফলে কাঞ্চনজঙ্ঘা এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এটি ভারতের সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত। পঞ্চগড় থেকে এর দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার, তবু অনুকূল আবহাওয়ায় পরিষ্কারভাবে দৃশ্যমান হয় বরফে মোড়া এই মহাশৃঙ্গ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.