পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, খুব দ্রুতই তিনি ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রোনালদো খোলাখুলি কথা বলেছেন নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক জীবন নিয়ে।
৪০ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করেছেন ৯৫২ গোল। অসংখ্য রেকর্ড আর সাফল্যে ভরপুর ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে রোনালদো বললেন, মানসিকভাবে তিনি অবসরের জন্য প্রস্তুত।
অবসর প্রসঙ্গে মরগ্যানের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘শিগগির। মনে করছি অবসরের জন্য প্রস্তুতির প্রয়োজন। যা খুবই কঠিনসাধ্য কাজ, অবশ্যই কঠিন, অশ্রুশিক্ত হচ্ছি এমন সিদ্ধান্তের কথা ভাবতে। ক্যারিয়ারে যখন ২৫ থেকে ২৮ বছর বয়সে, তখন থেকেই একটা ভেবে রেখেছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। অবশ্য ভাবছি এমন কঠিন সিদ্ধান্তের চাপ সামলানোর জন্য সাহায্যও পাবো।’
রোনালদো বলেছেন, ‘শুরু হয়েছে শেষও হবে। আমার অন্যকিছু নিয়েও প্যাশন আছে। অবসরে গেলে সেজন্য আরও সময় পাবো। বাচ্চাদের দেখাশোনা ও পরিবারকে আরও বেশি সময় দিতে পারবো।’
অবসর পরবর্তী সময়ের পরিকল্পনায় রোনালদো বলেছেন, ‘অনেকবেশি ফূর্তিতে সময় কাটানোর ইচ্ছা। কাছের বন্ধুদের সঙ্গে প্যাডেল খেলতে পছন্দ আমার, অবশ্য এতে আমরা সবাই ভালো। এছাড়া জুনিয়রের ফুটবলের পথ দেখভালের দায়িত্বও নিতে চাচ্ছি। মাতেও ফুটবল পছন্দ করে।’
তিনি আরও জানান, অনেক আগেই এই সময়ের জন্য নিজেকে তৈরি করেছেন, ‘২৫ বা ২৬ বছর বয়স থেকেই আমি ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছিলাম। তাই এখন চাপটা নিতে পারব বলে মনে করি।’
পিয়ার্স মরগ্যান এই সাক্ষাৎকারটিকে বলেছেন রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার। এক প্রশ্নে যখন মরগ্যান জানতে চান, ‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী মনে করো?”, তখন রোনালদো সংক্ষেপে বলেন, “আমি সেই মতের সঙ্গে একমত নই।’
সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ—নিয়ে রোনালদোর শান্ত জবাব, ‘আমার কিছু যায় আসে না।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.