
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর পৃথক দুই অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” — এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে র্যাব সর্বদা মাদক নির্মূলে সর্বাত্মকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের দুটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে মাদক ব্যবসায়ী আমিনুর ইসলাম (৪০) কে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। তল্লাশিতে ৩৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে দ্বিতীয় অভিযানে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুহুল আমিন (২২) ও কাউছার ইসলাম (২১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল থেকে ১০০ বোতল CHOCO+ জাতীয় ফেন্সিডিল ও ৯৬ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.