বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। অভিনেতাকে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন সালমান ভক্তরা। মানববন্ধন থেকে প্রশাসনের কাছে জানতে চাওয়া হয় মামলা দায়েরের ১১ দিন পেরিয়ে গেলেও কেন আসামীদের গ্রেফতার করা হয়নি।
এ সময় সালমান ভক্তরা স্লোগন তোলেন ‘খুনিরা জেলে যাক, ছেলে হারা মায়ের ডাক’,’বিচার চাই বিচার চাই, সালমান হত্যার বিচার চাই’। উপস্থিত অনেকে ‘সালমান হত্যার বিচার চাই’ লেখা সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন। এই মানববন্ধনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সালমান ভক্ত-অনুরাগীরা।
জামান নামের এক সালমান ভক্ত বলেন, ‘সালমান হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে আমরা এখানে দাড়িয়েছি। মামলার দায়ের হওয়ার ১১ দিন পার হচ্ছে এখনও কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। যারা দেশে আছেন, বিশেষ করে খলনায়ক ডন এবং সামিরা হক। তাঁদেরকে প্রকাশ্যে দেখা গেছে। ডন কিছু আগেও চ্যালেঞ্জ করেছেন আমাদের সঙ্গে ও তার পরিবারের সঙ্গে প্রেস ক্লাবে বসবেন। এটা প্রমাণ করতে যে সালমানকে হত্যা করা হয়নি। আজকে ডন কোথায়?
’
কথার সূত্র ধরে তিনি আরও বলেন, “মামলার দুইদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন, ‘আমি দুই-তিনদিন পর আত্মসমর্পণ করব। এবং সে বলেছে নিজের বাসাতেই আছে। কোথাও পালায়নি। যদি সে বাসায় থাকে তাহলে এখনও কেন গ্রেফতার করা হলো না?”
এরপর তিনি যোগ করেন, ‘সামিরা হক বারবার চ্যালেঞ্জ করছেন সালমান আত্মহত্যা করেছেন। ২৯ বছর পর যখন অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নিল। এখন সামিরা পালালো কেন? উনি কেন ভয় পাচ্ছেন।’
মানবন্ধনে উপস্থিত ভক্তরা সালমান হত্যার সঠিক বিচার এবং আসামীদের দ্রুত বিচারের দাবি জানান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা-পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.