
লালমনিরহাটে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাসে রোপা-আমন ধানসহ শীতকালীন আগাম শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ফসলের মাঠে ধানগাছ নুয়ে পড়েছে মাটিতে, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে হঠাৎ শুরু হওয়া হালকা বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়ে। এতে মাঠের পাকা ধান ও বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়। বাতাসে ভেঙে গেছে কৃষকের সোনালী স্বপ্ন—মৌসুমের ফলন ঘিরে এখন চরম দুশ্চিন্তায় তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন গ্রামে রোপা-আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে আছে। আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, শাক, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজিও ক্ষতির মুখে পড়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরেফিন বলেন,“ধান এখন যে পর্যায়ে রয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা নেই। তবে আগাম শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.