বাবর আজমের অপেক্ষা ছিল নয় রানের। সেটা হলেই বিশ্বরেকর্ড গড়া হয়ে যেত তার। তবে প্রথম টি-টোয়েন্টিতে রানের খাতা খোলার আগেই বিদায় নিলে সেটা আর করা হয়নি তার।
তবে অপেক্ষাটা খুব বেশি বড় হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই আক্ষেপ ঘুচিয়ে ফেলেছেন। বাবর আজম বনে গেছেন টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
শুক্রবার লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে অপরাজিত ১১ রান করার পথে বাবর রোহিতের রেকর্ড ভেঙে এখন এই ফরম্যাটে শীর্ষ ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান এখন ৪২৩৪*। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া রোহিতের রান ৪২৩১।
তবে বাবরের রেকর্ড গড়ার এই ম্যাচে নজর কেড়েছেন পাকিস্তানের বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে ১১০ রানেই গুঁড়িয়ে দিয়েছেন। আর তার ফলেই দলটা পেয়ে যায় সহজ এক লক্ষ্য।
শুরুতে বোলিং করতে নেমে সালমান মির্জা নেন ১৪ রানে ৩ উইকেট। ওদিকে ফাহিম আশরাফের ২৩ রানে ৪ উইকেট চাপটা সরতে দেয়নি প্রোটিয়াদের ওপর থেকে। সঙ্গে নাসিম শাহ নেন ২৮ রানে ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ২৫ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে পাকিস্তানকে কোনো চাপে পড়তে দেননি সাইম আইয়ুব। তার ৩৮ বলে ৭১ রানের ইনিংসে ভর করে সহজেই জয়টা তুলে নেয় পাকিস্তান। শেষ দিকে বাবর গড়েন বিশ্বরেকর্ড। আর পাকিস্তান সমতা ফেরায় সিরিজে। শেষ টি-টোয়েন্টিতে অবশ্য আজই মাঠে নামছে দুই দল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.