কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে ছাত্র-জনতা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করেন তারা। এ সময় অন্য পাশ দিয়ে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল ২০ মিনিট বন্ধ ছিল।
এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহপাক যেন কবুল করেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জুমার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কমর্মসূচি অব্যাহত থাকবে।
তারা আরও বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
জানা গেছে, ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। আজ ছিল পঞ্চম দিন। এর আগে, গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে। এ সময় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনাল অবরোধ করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.