লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। ২৯ ও ৩০ অক্টোবর রাতে ও দিনে পৃথক ৩টি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে বিজিবি। এরপর ঝাউরানী বিওপি’র আওতাধীন উত্তর ঝাউরানী (হাতিবান্ধা, লালমনিরহাট), মোগলহাট বিওপি’র আওতাধীন মোগলহাট জিরো পয়েন্ট (লালমনিরহাট) এবং গংগারহাট বিওপি’র আওতাধীন (ফুলবাড়ী, কুড়িগ্রাম) এলাকায় টহল দল অভিযান চালায়।
অভিযান চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ভারতীয় গরু ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৫ বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ৫১ বোতল (মূল্য ২০,৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (মূল্য ৮,০০০ টাকা), মোটরসাইকেল ১টি (মূল্য ১,৩০,০০০ টাকা) ও ভারতীয় গরু ৮টি (মূল্য ৯,৬০,০০০ টাকা)। সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ৮ হাজার ৪শ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “চোরাচালান প্রতিরোধ ও দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.