
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের মিশন মোড় গোলচত্বরে তরুণদের সংগঠন ‘জেন-জি লালমনিরহাট’ এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তৃতা দেন জেন-জি লালমনিরহাট আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ইসলাম সুজন, শাকিল খান, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম, মৃদুল হাবিব, আয়েশা সিদ্দিকা কথা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সাবেক সদস্য সচিব হামিদুর রহমান।
বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়—এটি উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। তাই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ‘ঝংকার সাংস্কৃতিক সংগঠন’ এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় একটি প্রতীকী ফ্ল্যাশমব, যেখানে তিস্তা পাড়ের মানুষের দুঃখ, দুর্দশা ও জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.