সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোতে আবারও হতাশা উপহার দিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসের। করিম বেনজেমার নেতৃত্বাধীন আল ইত্তিহাদের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আল নাসের। কিন্তু ১৫ মিনিটেই গোল হজম করে বসে রোনালদোরা। পাল্টা আক্রমণে মুসা দিয়াবির ক্রসে সহজ সুযোগ পেয়ে জালে বল জড়ান ফরাসি তারকা করিম বেনজেমা।
৩০ মিনিটে সমতায় ফেরে আল নাসের। রোনালদোর ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে গ্যাব্রিয়েলের সামনে পড়ে, আর সাবেক চেলসি তারকা তা থেকে গোল করে দলকে ফিরিয়ে আনেন ম্যাচে। তবে বিরতির আগেই ফের এগিয়ে যায় আল ইত্তিহাদ। থ্রু বল পেয়ে হুসেম আওয়ার চমৎকার শটে ব্যবধান ২–১ করেন।
দ্বিতীয়ার্ধে ১০ জনে নেমে যায় আল ইত্তিহাদ, কিন্তু তবুও রক্ষণভাগ ভাঙতে পারেনি আল নাসের। শেষ পর্যন্ত সেই ২–১ ব্যবধানেই হারতে হয় তাদের।
সৌদি ক্লাব আল নাসের যোগ দেওয়ার পর তিন বছরেও কোনো বড় শিরোপা জিততে পারলেন না রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে সফল হলেও দলীয় সাফল্যের মুখ দেখেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা।
২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে রোনালদো মোট ১৩টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছিল তার দল। লিগেও দুইবার রানার্সআপ এবং সর্বশেষ মৌসুমে তৃতীয় হয়ে শেষ করেছে আল নাসের।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.