রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলটা হেরেছে ৫৫ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচে স্পটলাইট ছিল বাবর আজমের ওপর। তিনি ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরে অবশ্য রানের খাতাই খুলতে পারেননি। পাকিস্তানকে বড় হারের মুখে ঠেলে দিয়েছিল বিষয়টা।
বড় রান তাড়া করতে নেমে ৩ নম্বরে নেমেছিলেন বাবর। ওপেনার সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হওয়ার পরই তিনি মাঠে নামেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার করবিন বশের করা বলটি ব্যাটে-বলে মেলাতে পারেননি বাবর।
অফস্টাম্পে করা লেন্থ বলটি ব্যাটে লেগে সোজা চলে যায় কভারে দাঁড়ানো রিজা হেনড্রিকসের হাতে। মাত্র দুই বল খেলে বিদায় নেন পাকিস্তানের তারকা ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই বাবরকে হারায়। ফলে দলের আশা অনেকটাই কমে যায়।
তার আগে রিজা হেনড্রিকসের ৪০ বলে ৬৬, টনি ডি জর্জির ১৬ বলে ৩৩ আর জর্জ লিন্ডার ২২ বলে ৩৬ রানের ঝড়ে ভর করে দক্ষিণ আফ্রিকা গড়ে ১৯৩ রানের পাহাড়। জবাবে পাকিস্তান ভালো করতে পারেনি আদৌ। জবাবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন সাইম আইয়ুব (২৮ বলে ৩৭) আর মোহাম্মদ নওয়াজ (২০ বলে ৩৬), তবে সেটা পাকিস্তানকে জেতানোর জন্য যথেষ্ট হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.