
বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগন এর বসতভিটা, জীবন রক্ষাসহ ৫দফা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগন।রবিবার সকালে রমনা ঘাট ব্রহ্মপুত্রের তীরে বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগন ঐক্য পরিষদ এর আয়োজনে পূর্বঘোষিত এলাকা জোড়গাছ বাজার ঘাট মালদানী বন্দর স্থাপন, ভূমিহীনদের ছেলে ও মেয়েদের বন্দরে চাকুরী নিশ্চিত করন, সরকারের দরকার হলে জমি অধিগ্রহন করতে চাইলে সঠিক মূল্য দিয়ে তা ক্রয় করতে হবে, স্ট্যাম্প ওয়ালা ভূমিহীনদের পূর্ণঃবাসন করতে হবে, বারবার নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলোকে তুলে দেয়া যাবে না এই ৫ দফা দাবিসহ জীবন রক্ষার জন্য নদীর তীরবর্তী মানুষজন বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
মানববন্ধন শেষে উক্ত এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন। এসময় বক্তব্য রাখেন বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগন ঐক্য পরিষদ এর বাদশাহ আলমঙ্গির, নুরুল আমিন সরকার, মাজেদুল ইসলাম, আঃ গনি, নুর ইসলাম, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম মাজু ইব্রাহিম, মাছুদ মিয়া প্রমুখ। উল্লেখ্য চিলমারী নদী বন্দর স্থাপনের ঘোষনার পর যাত্রী পাড়াপাড় পল্টুন (জেটি) রমনা ঘাটে ও পরিবহন, মালামাল পাড়াপড়ের জন্য জেটি জোড়গাছ ঘাটে নির্মান হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারনে দুটিই এখন রমনা ঘাট নদী বন্দর এলাকায় স্থাপনের জন্য সিন্ধান্ত হওয়ায় জমি অধিন পরিমান রমনা ঘাট এলাকায় অধিগ্রহন করতে কর্তৃপক্ষ সিন্ধান্ত নেয়ায় বিপাকে পড়েছে জমির মালিকসহ নদী ভাঙ্গনের শিকার শতশত পরিবার। তাই তারা পূর্বের সিন্ধান্ত বহাল রাখার জন্য জোড় দাবি জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.