রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে। এবার এইচএসসির ফলাফলে চরম বিপর্যয় দেখা দেয়। আর সেই ফল পুনবিবেচনার জন্য শিক্ষার্থীদের আবেদনের ঠঢল নেমেছে। তারা ফলাফল বিপর্যয় মানতে পারছেন না।
রোবাবার (২৬ অক্টোবর) শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন। এই আবেদনে মোট ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়ে। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।
গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। এছাড়া এ বছর এই শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।#
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.