সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তার অংশ হিসেবে রংপুর বিভাগের চার জেলায় প্রায় দুই কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ চেক বিতরণ করেন।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিআরটিএর তত্ত্বাবধানে ধাপে ধাপে অনুদান বিতরণ কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মোট ৪১টি নিহত ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক গ্রহণ করেন।
দুর্ঘটনায় স্বামী হারানো গোলাপী বেগম চেক গ্রহণকালে বলেন, ‘আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। আজ সরকারের এই সহায়তা পেয়ে মনে হচ্ছে, কেউ আমাদের কথা ভুলে যায়নি।’
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘২০২২ সাল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। যোগদানের সময় আমি লক্ষ্য করি, আমাদের ফান্ডে প্রায় ৩০৭ কোটি টাকা অব্যবহৃত অবস্থায় রয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবহার করা হবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আজ রংপুর বিভাগের চার জেলার নিহত ও আহতদের পরিবারকে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকা করে অনুদান প্রদান করা হলো।’
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.