স্প্যানিশ লা লিগায় শীর্ষে উঠতে হলে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। গেতাফের বিপক্ষে সেই ম্যাচেই ধুঁকতে হয়। তবে দুই ফুটবলারকে হারানো গেতাফ হারে কিলিয়ান এমবাপ্পের কাছে। তাতেই নিশ্চিত হয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
গেতাফের মাঠে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে প্রথম ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হল ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ম্যাচজুড়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে রিয়াল। গেতাফে ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে একটি। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে অনেকটা সময় ধরে জমে থাকা মাদ্রিদের খেলা বদলে যায় এক মুহূর্তে। ম্যাচের ৭৬ থেকে ৮৪ মিনিটের মাঝে গেতাফ হারায় দুই খেলোয়াড়। আর এর মাঝের সময়েই গোল করে রিয়ালকে জয় এনে দেন এমবাপ্পে।
এদিন ম্যাচের একমাত্র গোলটি করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বদলি নামা আর্দা গুলারের পাস পেয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান এমবাপ্পে। ওই ব্যবধানেই জেতে রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে জাবি আলনসোর দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.