ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’য় জুটি হয়ে অভিনয় করেন এ দুই তারকা। তাদের অভিনয় সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় কাড়ে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা পাল। জানালেন একদমই সিঙ্গেল আছেন তিনি।
ইধিকা পাল বলেন, 'প্রিয়তমা' সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ ভেবেছিলেন। অভিনেত্রী বলেন, তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই প্রস্তাব আসে। তিনি বলেন, সেই সময় শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল— কেউ মজা করছে। পরে বুঝলাম, এটি সত্যি প্রস্তাব। সেই সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি বলে জানান অভিনেত্রী।
গসিপ ও ট্রল প্রসঙ্গে ইধিকা পাল বলেন, সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সবসময় ভালোই হবে— এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নিই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো কিংবা খারাপ— কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ নিয়ে বলেও জানান অভিনেত্রী।
প্রিয়তমা সিনেমার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইধিকা পালন বলেন, না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.