তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন। সেইসঙ্গে হামাস ও ইসরাইলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে সে জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের’র।
শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান।
তিনি বলেন, ‘ইসরাইলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘তুরস্ক হামাস-ইসরাইল চুক্তি স্থায়ী করার এবং এটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের সংঘর্ষে গভীরভাবে মর্মাহত এবং দেশটিতে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক বিপর্যয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি যদিও রক্তপাত বন্ধ করা সবার মানবিক দায়িত্ব।’
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘দুঃখজনকভাবে, পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে মহাদেশটির নিয়তি হিসেবে দেখছে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.