র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষাশহর গ্রাম থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ‘ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে আদিতমারী থানার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত নারী মাদকব্যবসায়ী মোসাঃ মরিয়ম বেগম (২০) তার বসতবাড়ির গোয়ালঘর তল্লাশির সময় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.