লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
জানা যায়, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় ১৪ অক্টোবর মঙ্গলবার হাতীবান্ধা থানা পুলিশের একটি দল দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ তিস্তা ব্যারেজ প্রকল্পের পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বড়খাতা বাজার হতে তিস্তা ব্যারেজগামী পাকা রাস্তায় তল্লাশির সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন মোঃ আব্দুস সাত্তার (৬০), মোঃ সেলিম হোসেন (২৬),মোঃ মিন্টু রানা (২৭)।
এসময় তাদের কাছ থেকে ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,আটককৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.