আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ভারতের নেতৃত্বের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব, যিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সূর্যকুমারের সামনে এবার সুযোগ রয়েছে সময়ের সেরা তিন ব্যাটার—রোহিত শর্মা, বিরাট কোহলি ও বাবর আজমকে ছাড়িয়ে যাওয়ার। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৭৮ ম্যাচে ৪০.৭৯ গড়ে ১৬৭.৮৬ স্ট্রাইক রেটে ২৫৭০ রান। ইতিমধ্যেই তিনি করেছেন ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিপক্ষে সূর্যের রয়েছে একটি সেঞ্চুরি, যা সমান রয়েছে রোহিত, কোহলি ও বাবরেরও। এই সিরিজে আরেকটি সেঞ্চুরি হাঁকালেই তিনি এই তালিকায় এগিয়ে যাবেন।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭:৩০টায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি চেন্নাইয়ে, আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.