ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সিভিল ডিফেন্স কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৬টি মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার (২০ জানুয়ারি) সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ৫৮টি দক্ষিণ গাজা এবং ৮টি উত্তরের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। ভারী বোমাবর্ষণের কারণে এসব লাশ দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির ফলে গাজার বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা রয়েছে, যা খাদ্য ও ওষুধের সংকটে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.