
যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংখ্যা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। খবর আরব নিউজের।
জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজার জনগণের মানবিক সহায়তা অব্যাহত রাখতে ত্রাণ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষ এবং যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার গাজায় ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।
যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ত্রাণ প্রবেশে নানা প্রতিবন্ধকতা নিয়ে জাতিসংঘ বারবার উদ্বেগ জানিয়েছে এবং অব্যাহত বাধার নিন্দা করেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিন, রবিবার (১৯ জানুয়ারি), ৬৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছিল।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর রবিবার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের গাজায়। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা উল্লেখ করা হয়েছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.