লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে আজ মঙ্গলবার ধুমধাম করে উদযাপিত হয়েছে মহাঅষ্টমী। ভক্তরা দেবী দুর্গার উদ্দেশ্যে পূজা নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
সকালে জেলা শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কাচারীবাড়ি দুর্গামন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর এই বিশেষ রীতিতে প্রথম শ্রেণির শিক্ষার্থী অধরা অপ্সরী স্বচ্ছকে কুমারী দেবী হিসেবে পূজা দেওয়া হয়। ফুল, জল, বেলপাতা, ধূপ, প্রদীপসহ ষোড়শ উপাচারে দেবীর প্রতীক রূপে পূজা করে ভক্তরা নিজেদের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এবার লালমনিরহাট জেলার ৪৬৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অষ্টমী উপলক্ষে মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। পাশাপাশি দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে বসেছে মেলা, যেখানে নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে।
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.