রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল “প্রতিটি হৃদস্পন্দনই জীবন”।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর বাকীর মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা এভারকেয়ার হাসপাতালের হার্ট ফেইলিউর অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আতাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিফ কনসালটেন্ট ও পরিচালক প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।
এছাড়া মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন এবং আলোচক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস এম সায়েম।
প্রধান অতিথি হিসেবে দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী সেমিনারে মুল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, হার্ট দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রতিটি মানুষের একটি মাত্র হার্ট। হার্টের প্রতিটি বিটই হলো সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রাথমিকভাবে উপলব্ধি করতে পারবেন কখন তার হার্ট আক্রান্ত হয়েছে। যেমন- বুকের মাঝে তীব্র ব্যাথা, চলাফেরায় বুকে ব্যাথা, শ্বাসপ্রশ্বাসে কষ্ট ইত্যাদি। একজন হৃদরোগীর জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব হৃদরোগীদের মৃত্যুর ঝুঁকি এড়াতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ আব্দুল মানান ২য় ফেজ প্রকল্পের মাধ্যমে হার্ট ফাউন্ডেশন সম্প্রসারণ করে ওপেন হার্ট সার্জারি/বাইপাস সার্জারির ব্যবস্থা এবং পেডিয়েট্রিক কার্ডিওলজি (শিশু হৃদরোগ ইউনিট) খোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। এছাড়া জুন-২০২৬ এর মধ্যে ফাউন্ডেশনে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সংযোজনের আশ্বাস দেন। ফাউন্ডেশনটির উন্নতিকল্পে এতদাঞ্চলের সামর্থবান ও সমাজহিতৈষীদের নিকট আর্থিক সহায়তার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোঃ এনামুল হক এবং মেডিকেল অফিসার ডাঃ নাফিসা লুবাবা নদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-১খন্দঃ এনায়েত হোসেন বাবু, সহ সভাপতি-২ মোঃ হাসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১ মোঃ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক এ. কে. মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), নির্বাহী সদস্য ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, নির্বাহী সদস্য মোঃ সেলিম রেজা খান, নির্বাহী সদস্য মোঃ এনামুল হক, নির্বাহী সদস্য ডাঃ মোঃ মনিরুল হক, নির্বাহী সদস্য ডাঃ মোঃ গাজীউল আলম রুমী ও নির্বাহী সদস্য মোঃ আককাস আলীসহ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে হৃদ্রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা, সাধারণ রোগীদের জন্য পরামর্শ প্রদান এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.