
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওলিউর রহমান (৩৮), পিতা আব্দুল হামিদ এবং তার স্ত্রী সকিনা খাতুন (২২)। তারা নিজ বসতঘরের আড়ার সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিউর রহমানের মা মোছাঃ হোসনেয়ারা বেগমের ভরণ-পোষণ নিয়ে সকালে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোনাব্বের হোসেন মোনার কাছে অভিযোগ করলে অভিমানে ওলিউর আত্মহত্যার পথ বেছে নেন।
এছাড়া স্থানীয়রা জানান, ওলিউর রহমান এর আগে আরও ২-৩ বার বিয়ে করেছিলেন। কিন্তু মায়ের কারণে আগের স্ত্রীরা তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব কারণও ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওলিউরের স্ত্রী সকিনা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা যায়।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতীবান্ধা থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.