পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর আলিয়া খাতুন (৬২) নামের এক মানুসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীর পানিতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় ঐ নারীর মরদেহ দেখতে পান। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার আলী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত নারী আলিয়া খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.