ঢাকার বিশেষ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি দুর্নীতি মামলায় আরও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া হয়েছিল।
মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের কাছে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালত পরবর্তী শুনানির জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
সাক্ষ্যদানকারীদের মধ্যে রয়েছেন ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদুজ্জামান, শেখ শমসের আলী, হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি দুদকের তিনটি পৃথক মামলায় অভিযোগ দায়ের করা হয়। এগুলোর মধ্যে একটিতে শেখ রেহানা, অন্যটিতে আজমিনা সিদ্দিক এবং তৃতীয়টিতে রাদওয়ান মুজিব সিদ্দিককে প্রধান অভিযুক্ত করা হয়েছে। গত ৩১ জুলাই আদালত তিন মামলাতেই অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার আদেশ দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.