মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার জারি করা একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে মন্ত্রণালয়টির দায়িত্ব প্রধান উপদেষ্টার অধীনে ছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর পরে ১২ আগস্ট সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর নভেম্বরে তাকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আলী ইমাম মজুমদার এখন ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.