ভক্তদের শোকের চাদরে মুড়ে না ফেরার দেশে তরী ভিড়িয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার।
তবে জুবিনের মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না গুয়াহাটির এক আইনজীবীর। তিনি মনে করছেন গাফিলতিতে মৃত্যু হয়েছে গায়কের। আয়োজকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন রাতুল বোরা নামের ওই আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। ওই ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাতুল।
তাঁর দাবি, গায়কের মৃত্যুর ঘটনায় মহন্তর যোগ রয়েছে। তার অভিযোগ, অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও শ্যামকানু মহন্ত ইচ্ছা করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়েছেন। তাঁর ওই সিদ্ধান্তেই গায়কের মৃত্যু হয়েছে। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধে গাফলতির অভিযোগও এনেছেন তিনি। জুবিনের মৃত্যুতে এমন মর্মেই মরিগাঁও থানায় এফআইআর দায়ের হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.