পঞ্চগড়ের বোদা উপজেলায় বৈদ্যুতিক বাল্ব পাল্টাতে গিয়ে শ্রী সুবর্ণ রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বামনহাট ডাবর ভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,নিহত সুবর্ণ ওই গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধ্যায় বাড়ির পাশে আনিছুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসকের বাড়িতে বৈদ্যুতিক বাল্ব পাল্টাতে গিয়ে সুবর্ণ বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.