দিনাজপুর সদর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বাসী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে র্যাব সদস্যরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামের জনৈক মাহবুবর রহমানের বাড়ীর শোকেসের ড্রয়ালে লুকানো অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে মাহাবুবর রহমান পালিয়ে গেছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বাসী জানান, মাহাবুবর রহমানকে গ্রেফতারে র্যাব কাজ করছে। জব্দকৃত অস্ত্র দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.