রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিকসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তাঁরা এখনো মোড়ে অবস্থান করছেন। অবরোধ তুলে নেওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন,, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
আজ বুধবার বেলা ১১টার দিকে চার দফা দাবিতে সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। অবশেষে দুপুর দুইটার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তাঁরা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, --এর ব্যানারে আন্দোলনকারীরা জানায়, আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও তাঁরা সাতরাস্তা মোড়েই অবস্থান করবেন এবং সড়কের ফাঁকা অংশ দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো,
১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত যৌক্তিক ছয় দফা বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.