অনলাইনে নিত্যনতুন ট্রেন্ডে বরাবরই সরব বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি, গুগল জেমিনির একটি নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি তার শৈশবের একটি আবেগঘন মুহূর্ত সবার সামনে তুলে ধরেছেন।
এনডিটিভি এই ট্রেন্ডে প্রথম অভিনেত্রী হিসেবে অংশ নিয়েছেন আলিয়া ভাট।একটি ফ্যান পেজে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বর্তমান আলিয়া শৈশবের আলিয়াকে আলিঙ্গন করছেন। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।
আলিয়া নিজেও ছবিটি পুনরায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরকার শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।
ধন্যবাদ এই ছবিটির জন্য। পোস্টের ব্যাকগ্রাউন্ডে টেলার্সের গান ‘দ্যা ওয়ে আই লাভড ইউ’ ব্যবহার করা হয়েছে, যা মুহূর্তটিকে আরো আবেগময় করে তুলেছে।
আলিয়া বর্তমানে তার নতুন সিনেমা ‘আলফা’-র প্রস্তুতিতে ব্যস্ত, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালির পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে তিনি ভিকি কৌশল এবং রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.