আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় (মার্কিন সময় দুপুর ১২টা) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে দেশটির ৪৫তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া (মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস) থাকায় অনুষ্ঠানটি ইনডোরে আয়োজন করা হবে। শপথ নেওয়ার পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।
ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এটি দ্বিতীয়বার যখন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।
শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। তার পরিকল্পিত নির্বাহী আদেশগুলোর মধ্যে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নেওয়া বেশ কিছু নীতিমালা বাতিলের বিষয়ও রয়েছে।
ট্রাম্পের অঙ্গীকার অনুযায়ী, তার নতুন প্রশাসনের প্রথম দিন থেকেই কঠোর অভিবাসন নীতি, বিশেষ করে গণবিতাড়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.