৮৩ ছুঁয়েও থেমে নেই অমিতাভ বচ্চন। সমানতালে অভিনয় ও সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন। দেখে জীবনীশক্তিতে ভরপুর হলেও বয়ে বেড়াচ্ছেন গুরুতর শারীরিক সমস্যা। লিভারের ৭৫ ভাগ অকেজো, আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মা রোগে। সেসব সামলে কীভাবে সুস্থ আছেন এ মহাতারকা— উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।
আশির দশকে কুলি সিনেমার শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সুস্থতার জন্য ৬০ বোতল রক্ত দেওয়া হয় তাকে যা নেওয়া হএয়ছি ২০০ জনের শরীর থেকে। তাদের একজনের ছিল হেপাটাইটিস বি ভাইরাস। যা সংক্রমিত করে বিগ-বিকে।
এই হেপাটাইটিস বি’র কারণেই আক্রান্ত হয় তার লিভার। ধীরে ধীরে হারাতে থাকে কার্যক্ষমতা। বিষয়টি অমিতাভ জানতে পারেন ২০০০ সালে যক্ষ্মায় আক্রান্ত হলে। টিবি থেকে সুস্থ হতে রোজ খেতে হতো ৮-১০টি করে ওষুধ। এতে আরও অকেজো হয় অভিনেতার লিভার।
সুস্থ থাকতে দৈনন্দিন জীবনের অনেক অভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে অমিতাভকে। মদ্যপানের পাশাপাশি ত্যাগ করতে হয়েছে ধূমপান। বর্জন করেছেন মাছ-মাংস। এসবের বদলে পাতে জায়গা করে নিয়েছে আমলা, তুলসীর রস, ডাল, শবজি, রুটি, দই-ভাত।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.