চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। এবার জানালেন, তিনি ব্যারিস্টার হতে চান। দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই মুখ সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নে এমনটাই জানান।
ফারিয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। সেখানে তিনি বিগত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। এরপর জায়েদ খান জানতে চান, ফারিয়ার কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি।
উত্তরে ফারিয়া বলেন, ‘আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্নটাও পূরণ করেন।’
উল্লেখ্য, গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এই অভিনেত্রী। দুই দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে তেমন কিছু বলেননি তিনি। তবে জায়েদ খানের শোতে অতিথি হয়ে গ্রেপ্তার প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া—এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা! কী করব, কী করব না—এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয়, তখন ভীষণ হতাশ হই।’
গ্রেপ্তারের পর এই প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। তার মতে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শিখায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.