ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ০১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবারে ৫ম বারের মতো বন্যার আশঙ্কা রয়েছে তিস্তা পাড়ে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার, যা বিপদসীমার ০১ সেমি উপরে। এর আগে সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার), যা বিপৎসীমার ০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমিতে পানি প্রবেশ করা শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে পানি প্রবেশ করে বন্যার দেখা দিতে পারে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ০১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এরপরের দুই-তিন দিন পানি ধীরে ধীরে নেমে যাবে। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার দেখা দিতে পারে, তবে যেহেতু আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সময়ে পানি উঠানামা করবে, তবে ব্যাপক বন্যার সম্ভাবনা নেই। যেকোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুত সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.