ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বিভিক্তি ও বিভাজনের রাজনীতি পরিহার করে ফ্যাসিবাদবিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাইন্টে এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
আমরা মনে করি, ফ্যাসিবাদবিরোধী ঐক্য বিনষ্ট হলে এবং বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ও তাদের দোসরা ফিরে আসার পথ তৈরি হবে। আমাদের প্রতিটা দলের কর্মসূচি, চাওয়া-পাওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামীলীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ না থাকলে আমরা প্রত্যেকে বিপদে পড়ব।
গণঅধিকার পরিষদ সকল দল ও মতের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখতে চায় জানিয়ে রাশেদ খান বলেন, এখন সময় বিভক্তি কিংবা অন্য কোন বা ভিন্নকোন পথে হাঁটার নয়। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিকে গঠন করার।
সেই লক্ষ্যে ইতোমধ্যে আমরা আমাদের কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি। কাউকে না কাউকে তো দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ সেই ঐক্য প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
বিভক্তি বিভাজনের পথ পরিহার করে, শহীদের রক্তের শপথ নিয়ে আসুন এই দেশ ও জাতিকে গঠন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন, আমিন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.